বিমানবন্দরে আটকে দেয়া হলো নিপুর রায়কে   


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০২:০৫ পিএম
বিমানবন্দরে আটকে দেয়া হলো নিপুর রায়কে   

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল। পরে একাধিক মামলার আসামি হওয়ার কথা বলে তাকে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ।

এ ব্যাপারে নিপুণ রায় চৌধুরী বলেন, ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। কিন্তু আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এর আগে ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেয়া হয়। দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার। আজ বাধা দেয়া হলো তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর