তফসিলে খুশি জাপা, মনোনয়ন ফরম বিক্রি রোববার থেকে 


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৮, ০৯:২০ পিএম
তফসিলে খুশি জাপা, মনোনয়ন ফরম বিক্রি রোববার থেকে 

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি। বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর গুলশানে নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। 

তিনি বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিইসির কাছে কিছু সুপারিশ করেছিলাম, তা আমলে নিয়েছেন। সেনাবাহিনী চেয়েছি, তারা আমলে নিয়েছেন। এজন্য দেশবাসীও খুশি। আইন-শৃংখলা বাহিনীর সদস্য সংখ্যাও আগের চেয়ে ৩ লাখ বাড়ানো হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। 

উল্লেখ্য, তফসিল অনুসারে, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ নভেম্বর। ২৯ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 

এদিকে আগামী রোববার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে জাতীয় পার্টি। জাপার মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নিজে প্রথম আবেদন ফরমটি সংগ্রহ করে আবেদনপত্র বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর