ঐক্যফ্রন্টের ৭দফায় ২০ জোটের একাত্মতা প্রকাশ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৯:২১ পিএম
ঐক্যফ্রন্টের ৭দফায় ২০ জোটের একাত্মতা প্রকাশ

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের ৭দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে ২০ দলীয় জোট। জোট নেতারা মনে করেন, ঐক্যফ্রন্টের দাবিগুলো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরও বেগবান করবে।  

সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় জোটের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নজরুল ইসলাম খান বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া ও খালেদা জিয়াকে মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সব দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোট। একইসঙ্গে সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে তারা।

তিনি বলেন, বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে। স্বৈরাচারি সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।  

বৈঠকে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি'র মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, ন্যাপ (ভাসানী)  চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মহসচিব নুর হোসেন কাসেমী, মুফতি ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ইসলামী পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর