ফখরুল কি করে বললেন রায় ফরমায়েশি? প্রশ্ন কাদেরের 


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮, ০৩:০১ পিএম
ফখরুল কি করে বললেন রায় ফরমায়েশি? প্রশ্ন কাদেরের 

ঢাকা: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামরার রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ফখরুল কিভাবে বললেন যে, এ রায় ফরমায়েশি? কোনো বিবেকবান মানুষ কি এ রায়কে ফরমায়েশি বলতে পারে?

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহণ অধিদপ্তরের এক অনুষ্ঠানে এ প্রশ্ন রাখেন তিনি।

একটা ভবঘুরে ছেলেকে রাস্তা থেকে ধরে এনে জজ মিয়া নাটক সাঁজানো হলো, ইতিহাস কি বলে এটা ফরমায়েশি রায়? ২৪ জনের প্রাণ চলে গেছে এটা ফরমায়েশি রায়? প্রধান টার্গেট শেখ হাসিনা একটা কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন এটা কি ফরমায়েশি রায়? মুফতি হান্নান নিজেই বলেছে তারেক রহমানের নির্দেশে হামলা চালানো হয়েছে এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হলো এটা কি ফরমায়েশি রায়?সাংবাদিকদের কাছে একের পর এক প্রশ্ন রাখেন কাদের।

তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নিজে, তিনি কি দায় এড়াতে পারেন? এটা কি ফরমায়েশি রায়? যে গ্রেনেডগুলো অবিস্ফোরিত সেগুলো কেন ধংস করা হলো? এসব প্রশ্নের জবাব চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর