ব্যাংকিং লেনদেনের সময় কমলো!


গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৬:১৬ পিএম
ব্যাংকিং লেনদেনের সময় কমলো!

আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারে জারি করা হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী, রোজায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছাতে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

বর্তমানে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলছে। আর বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকছে।কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনায় বলা হয়, রোজায় রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে।

সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজের জন্য অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে অফিস ও লেনদেন সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক।

গোনিউজ২৪/আর এ জে

রাজনীতি বিভাগের আরো খবর