বিচার চাই এই বর্বরতার


আসিফ নজরুল প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৮, ০৯:৪৩ এএম
বিচার চাই এই বর্বরতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং টক শো’র পরিচিত মুখ ড. আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেন:

কাল রাতে ভিসি স্যারের বাসায় গেলাম। না গেলেই ভালো হতো। যে পাশবিক ও বর্বর ধ্বংসযজ্ঞ দেখলাম সেখানে, তা অবিশ্বাস্য এবং অকল্পনীয়। হঠাৎ দেখে মনে হবে সিরিয়ার আলেপ্পোর কোন বাড়িতে আছি। স্যারের মায়ের ছবি আছড়ে ভেঙ্গে ফেলা হয়েছে, তার কাপড় চোপড় ছুড়ে ফেলে আগুন দেয়া হয়েছে, ভাবীর স্টিলের আলমারী ভেঙ্গে গয়না লুট করা হয়েছে। ভাবি জানালেন তার কিশোরী মেয়েকে বাঁচানোর জন্য তিনি লুকিয়ে ছিলেন পরিত্যক্ত একটা রুমে।

ধিক্কার জানাই সেই পশুদের যারা কারো বাসভবনে ঢুকে আক্রমণ করার চিন্তাও করতে পারে। বিচার চাই এই বর্বরতার। অনুপ্রবেশকারী করুক, আন্দোলনকারীরা করুক, ছাত্রলীগ করুক, সরকারের লোক করুক, বিএনপি করুক, জামায়াত করুক, যেই করুক-এর সুষ্ঠু বিচার করতে হবে।

কোটা সংস্কারের আন্দোলনের যৌক্তিকতার সাথে এ্ই বিচারের কোন বিরোধ নাই।

গো নিউজ২৪/এমআর

মতামত বিভাগের আরো খবর