দেশ বিদেশে তেলবাজি চলছেই


জাহাঙ্গীর বাবু, প্রবাসী ব্লগার প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৬:৫৭ পিএম
দেশ বিদেশে তেলবাজি চলছেই

কেউ তেল দেয়, কেউ তেল নেয়। মিথ্যে প্রবঞ্চনায়, তারিফের তেলে চলে তৈলমর্দন।ফুলেল শুভেচ্ছার আড়ালে, সেল্ফি,তুল্ফি, নেতার, দলের, সংঠনের দৃষ্টি আকর্ষন। নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে অন্যের ঢোল বাজানো শিরায় উপশিরায়,শিক্ষায় দীক্ষায় প্রবাসে কাগুজে ব্যাক্তি সংঠনের নামে হাওয়াই পদ পদবী নিয়ে কষ্টার্জিত অর্থে তেলের ড্রাম নিয়ে বসে আছে কতিপয় দল সমর্থনকারী, সরকারী, বেসরকারী, ভ্রুকেট, আমলা, পদস্থন ব্যাক্তি বর্গদের জন্য।

প্রবাসের চাকরী হারিয়ে যারা দেশে কর্মহীন তাদের খবর নেয় তেল খাওয়া,মালিশ নেয়া ক'জন? দেশে না হয় ঠিকাদারী নয় কিছু দক্ষিনার আগমন!

আশ্চর্য এক জাতি আমরা দল সমর্থন করতে গিয়ে ব্যাক্তি পূজায় মত্ত হয়ে পড়ি।জন্মগত ভাবেই যেন অন্যের পেছনে স্লোগান দেয়ার জন্যই জন্ম। যেন আদিকালের লাথি খাওয়া প্রভুভক্ত প্রজা আমরা। এগিয়ে যেতে তেল মালিশ করা যেন উৎকৃষ্ট পন্থা।অবশ্য প্রবাস কেন, দেশে,শহর বন্দর গ্রামে সবখানে স্তুতি গাওয়া প্রধান কাজ।একটা দল ও বাদ যায়না এই তেল মালিশ থেকে।

সাহিত্য সাংস্কৃতি সংগঠন,সাংবাদিক,পেশাজীবি সংগঠন,ধর্মীয় সংগঠন জনাব,মহাত্মন,সাহেব,ওলেমা,মুহতারাম, বুজর্গ,বলতে বলতে ব্যাক্তি মালিশ চলছেই। ব্যাক্তি গুনকীর্তন,করতে গিয়ে জিহবায় ফেনা,তেল মালিশ করতে গিয়ে হাতের রেখা মুছে যাচ্ছে। চলবে তেল মালিশ অনন্তকাল।

গুনগানতো শুধু সৃষ্টি কর্তার হওয়ার কথা!বাবর আলীও চলছে একি পথে!যদিও থাকে পেরেশান।বের হতে পারেনা গন্ডী থেকে।এ যেন এক খাঁচা। এ খাঁচা ভাঙ্গবো আমি এ কেমন করে?

গো নিউজ২৪/এবি

মতামত বিভাগের আরো খবর