আল আকসায় ঈদের জামাতে লাখো মুসল্লি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ১১:১০ এএম
আল আকসায় ঈদের জামাতে লাখো মুসল্লি

ফিলিস্তিনের আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। করোনা মহামারি ও ইসরাইলের দখলদার বাহিনীর বাঁধা-বিপত্তির মধ্য দিয়ে উদযাপিত হয় এবারের ঈদ।

মঙ্গলবার (২০ জুলাই) ফিলিস্তিনের মসজিদে আকসায় ভোরবেলা থেকেই অগণিত মুসল্লির আগমন শুরু হয়। আকসা প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লির ভিড় শুরু হয়। এর আগে গত রবিবার ও সোমবার মসজিদের মুসল্লিদের ওপর ইসলায়ি বাহিনী হামলা চালায়। 

ঈদের খুতবায় আল আকসার খতিব শায়খ ইকরামা সাবরি বলেন, ‘আমরা সম্মানিত দিনগুলোতে আল আকসা মসজিদের অবমাননা লক্ষ্য করছি।’

তিনি ঈদের খুতবায় আরো বলেন, মসজিদে আকসায় মুসলিমদের অধিকার সবচেয়ে বেশি। কেউ তা ছিনিয়ে নিতে পারে না। তিনি মুসলিমদের ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একতা ছাড়া বিপদ ও সঙ্কটের সময় টিকে থাকা যায় না। তাই সবাইকে নিজেদের অধিকার ও মাতৃভূমিকে রক্ষা করতে হলে সবাইকের এক হয়ে কাজ করতে হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

জাতীয় বিভাগের আরো খবর