সংক্রমণের শীর্ষ কেন্দ্র বাজার-গণপরিবহন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ১১:১১ এএম
সংক্রমণের শীর্ষ কেন্দ্র বাজার-গণপরিবহন

দেশের বাজার ও গণপরিবহনে অবাধ যাতায়াতের কারণে ৬০ শতাংশেরও বেশি করোনাভাইরাস সংক্রমণ ঘটছে। এছাড়া বিভিন্ন জনসমাগমস্থলে, যেমন সভা ও সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি।

করোনার সংক্রমণ রোধে উৎস থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করাই প্রতিরোধের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন রোগ তথ্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আজ রোববার (১১ এপ্রিল) শেষ হচ্ছে। কিন্তু গত সাত দিনে বাজার ও গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা যায়নি।

আগামী ১৪ এপ্রিল থেকে ফের ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, এবারের লকডাউন হবে কঠোর লকডাউন।

রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, গত সাত দিনের লকডাউনে তেমন কোনো ফায়দা হয়নি। সংক্রমণ ও মৃত্যুহার কমাতে চাইলে সর্বাত্মক লকডাউন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) -এর এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য স্থান সমূহের মধ্যে রয়েছে বাজারে গমন (৬১ শতাংশ), গণপরিবহন ব্যবহার (৬১ শতাংশ) উপাসনালয়ে গমন (৩৫ শতাংশ), জনসমাগমে অংশগ্রহণ (৩২ শতাংশ) স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন (২৬ শতাংশ), করোনা রোগীর সংস্পর্শ (২২ শতাংশ), আন্তঃবিভাগ ভ্রমণের ইতিহাস (১৩ শতাংশ), সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ (১২ শতাংশ), পর্যটনকেন্দ্রে ঘুরতে যাওয়া (৪ শতাংশ), ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ (৩ শতাংশ) ও অন্যান্য জনসমাগম স্থানে গমন (৩শতাংশ)।

জাতীয় বিভাগের আরো খবর