৪০ বছরের কম বয়সীরা আপাতত টিকা পাচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৭:০৫ পিএম
৪০ বছরের কম বয়সীরা আপাতত টিকা পাচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

৪০ বছরের কম বয়সীদের আপাতত করোনার টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা বিষয়ক এক সভার পর সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের দেশে এটা অনেক কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি।

তিনি বলেন, ৪০ বছরে নিয়ে আসার কারণে আমাদের ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। আমাদের হাতে যদি ভ্যাকসিন বেশি আসে, তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব।

মন্ত্রী বলেন, আমাদের সবসময় চেষ্টা থাকবে, নিশ্চিত হয়ে যেন আমরা কাজ করি। সেকেন্ড ডোজ যেন আমাদের হাতে থাকে। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।

জাতীয় বিভাগের আরো খবর