কর্মচারী নিয়োগ বিধিমালা নিয়ে জরুরী আদেশ জারি


নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০৯:৩৬ পিএম
কর্মচারী নিয়োগ বিধিমালা নিয়ে জরুরী আদেশ জারি

বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় কমিশনারকে নিয়োগকারী কর্তৃপক্ষ করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগকারী কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কর্তৃপক্ষ নির্ধারণের পর ক্ষমতা অর্পণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

‘বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০’ এর ২(গ) বিধি এবং ‘জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০’ এর ২(গ) বিধি অনুযায়ী এই ক্ষমতা দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ জুন বিধিমালা দুটি জারি করা হয়। দুটি বিধিমালারই ২(গ) বিধিতে বলা হয়েছে, ‘নিয়োগকারী কর্তৃপক্ষ’ অর্থ সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর