আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস


প্রকাশিত: জুলাই ১, ২০১৬, ১০:০০ এএম
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ শুক্রবার। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি। দিবসটি পালন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

 

এবারের মূল প্রতিপাদ্য- ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

 

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ জুলাই সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে।

 

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে একত্রিত হবেন। সেখান থেকে শোভাযাত্রা সহকারে টিএসসি যাবেন। সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উপাচার্যের সভাপতিত্বে ‘সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও নাট্যজন রামেন্দু মজুমদার।

 

অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আয়োজিত দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শন এবং সকাল ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্জন হল বায়োমেডিকাল ফিজিক্স এন্ড টেকনোলোজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসা প্রযুক্তির যন্ত্রপাতি বা গবেষণার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচি গ্রহণ করবে।

গো নিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর