করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০৩:৩৮ পিএম
করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান। মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। দুপুর ১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ডা. আইরিন জামান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। এর আগে সকাল ৮টায় তার মৃত্যুর খবর প্রকাশ পায়। পরে জানা যায় তিনি বেঁচে আছেন। তখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল তার।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রঞ্জন কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার তার অবস্থা কিছুটা ভালো ছিল। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল, যে কারণে তাকে মৃত ঘোষণা করা হয়নি। দুপুর পৌনে ২টার দিকে আইরিন জামানের মৃত্যু হয়েছে।’

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর