করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু আরও ৪৭, শনাক্ত ২৬৬৬


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০৩:১১ পিএম
করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু আরও ৪৭, শনাক্ত ২৬৬৬

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫ হাজার ৫৮০ জন।

রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৭৭টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২১০টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৬৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৫৪ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫ হাজার ৫৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯৩ হাজার ৬১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৩৫২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৬ জন এবং নারী ১১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৮৬০ জন এবং নারী ৪৯২ জন।’

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর