বাংলাদেশের ফ্লাইট এবং নাগরিক ঢুকতে পারবেন না ইতালিতে


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ৯, ২০২০, ০৬:৪১ পিএম
বাংলাদেশের ফ্লাইট এবং নাগরিক ঢুকতে পারবেন না ইতালিতে

বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট ও যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি।আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ের মধ্যে শুধু বাংলাদেশি নয়, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালি ঢুকতে পারবেন না।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বাংলাদেশ থেকে ইতালি রুটে যাত্রী পরিবহনকারী কাতার এয়ারওয়েজ।

গত সোমবার বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বিশেষ ফ্লাইটের ২১ যাত্রী করোনা পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইউরোপের দেশটিতে।

রোমের ফিউমিসিনো ও মিলানের মালপেনসা বিমানবন্দরে অবতরণ করা ১৮২ বাংলাদেশির মধ্যে ১৬৭ জনকে ফেরত পাঠায় ইতালি। বুধবার দুটি ভিন্ন ফ্লাইটে এই দুই বিমানবন্দরে অবতরণ করা হলে তাদের নামতে না দিয়ে ফেরত পাঠানো হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর