সংকটাপন্ন কামরান, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৪:০৪ পিএম
সংকটাপন্ন কামরান, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

করোনা আক্রান্ত সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের অবস্থা সংকটাপন্ন। সিলেটের শহীদ ডা. শামসুদদ্দিন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেয়।

বদর উদ্দিন আহমেদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরানের অবস্থা আশঙ্কাজনক। বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

গত শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার (৬ জুন) সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
 
এরআগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর