পুরোনো চেহারায় ঢাকা


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২০, ০৭:৪৩ পিএম
পুরোনো চেহারায় ঢাকা

ধীরে ধীরে পুরোনো সেই চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। সোমবার (১ জুন) ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে অফিস আদালত খোলার দ্বিতীয় দিন৷ একইসঙ্গে চালু হয়েছে গণপরিবহন৷

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত ২৬ মার্চ থেকে জরুরি সেবা বাদে সবকিছু বন্ধ ছিল৷ এরপর ৩১ মে থেকে সীমিত আকারে অফিস আদালত খুলে দেওয়া হয়৷ ১ জুন থেকে শুরু হয় গণপরিবহন চলাচল৷ সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনেই চালু হয় গণপরিবহন৷

দুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে গিয়ে দেখা যায়, সেখানে সাধারণ ছুটির আগের মতোই ভিড়৷ ফুটপাতে লোকজনকে গায়ে গা লাগিয়ে হাঁটতে দেখা গেছে৷

বিশেষ করে শাপলা চত্বর থেকে সিটি সেন্টার পর্যন্ত রাস্তার কাজ চলায় অনেক ক্ষেত্রে শারীরিক দূরত্বও মেনে চলা সম্ভব হয়নি। একই দৃশ্য ছিল রাজধানী আরেক ব্যস্ততম সড়ক পল্টন মোড়েও৷ 

এদিকে রাস্তায় সবাই নিজস্ব সুরক্ষাসামগ্রী ব্যবহার করেছেন৷ বিশেষ করে মাস্ক পরা ছাড়া মানুষ পাওয়া যায়নি বললেই চলে৷

সন্তোষজনক দৃশ্য ছিল রাজধানীর গণপরিবহনগুলোতে৷ ট্রান্সসিলভা পরিবহনে সাইন্সল্যাব থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আসতে এ প্রতিবেদক দেখেন, তিনি ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন৷ বাসের আসনগুলো ঢাকা ছিল পলিথিনে৷

বাসটির হেল্পার বিল্লাল বলেন, বাসের সিটের ওপর পাতলা পলিথিনের কাভার দেওয়া হয়েছে, যা প্রতিদিন খুলে ফেলা হবে৷ মতিঝিল থেকে ধানমন্ডি রুটে ৪০টি এবং গাজীপুর রুটে ৩০টি বাস চলাচল করছে৷ এর আগে প্রতিদিন দুই রুটেই ৭০টি করে বাস চলাচল করতো৷’

গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনে পরিবহনগুলোর সুরক্ষা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা৷ তবে সামনের দিনগুলোতে এ সুরক্ষা ব্যবস্থা থাকবে কিনা সেটি নিয়ে সংশয়ও ছিল তাদের মধ্যে৷

গোনিউজ২৪/এন

জাতীয় বিভাগের আরো খবর