নতুন ২ জনসহ দেশে করোনা আক্রান্ত ৫১, সুস্থ ২৫


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ০৪:৫৮ পিএম
নতুন ২ জনসহ দেশে করোনা আক্রান্ত ৫১, সুস্থ ২৫

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার বিকেল ৩টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত করেছি।

নতুন আক্রান্ত দুই ব্যক্তির সম্পর্কে তিনি বলেন, ‘তারা দুজনই পুরুষ। এই দুজনের মধ্যে একজনের বয়স ৫৭ বছর।তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো কিন্তু তার ডায়বেটিস রয়েছে। এবং অন্য দ্বিতীয়জন তিনিও একজন পুরুষ। তার বয়স ৫৫ বয়স। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কোভিড-১৯ এর যে লক্ষণগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’

দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে জানিয়ে আইইডিসিআরের এই পরিচালক বলেন, ‘আমাদের এই দুজন শারীরিক ভাবে সুস্থ আছেন, তাদের মধ্যে কোনো জটিলতা নেই। আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করছি।’

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দুইজন শনাক্ত হওয়ার পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। আর মৃতের সংখ্যা ৫। তবে নতুন করে আরও ৬ জন করোনা মুক্ত হয়েছে।এনিয়ে সুস্থ হয়েছেন ২৫ জন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর