গুলশানে নিজ বাসভবনে খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: মার্চ ২৫, ২০২০, ০৪:১৬ পিএম
গুলশানে নিজ বাসভবনে খালেদা জিয়া

অবশেষে কারামুক্ত হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে ৪ টা ১৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বেরিয়ে আসেন তিনি। কারামুক্তির পর বেগম জিয়া তার গুলশানের নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন।সেখানে থেকেই চিকিৎসা নেবেন তিনি। 

এর আগে বেলা আড়াইটার দিকে খালেদা জিয়ার মুক্তির চিঠি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী বিএসএমএমইউতে যান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ছিলেন বেগম জিয়া।দীর্ঘদিন বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার খালেদা জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করার ঘোষণা দেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক কারণে দুই শর্তে বেগম জিয়ার দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এসময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় সদয় হয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর