দেশে মোট ভোটার ১০,৯৮,১৯১১২ জন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২, ২০২০, ০৪:৪৯ পিএম
দেশে মোট ভোটার ১০,৯৮,১৯১১২ জন

সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এতথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি জানান, দেশে মোট নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ ও পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০। এছাড়া তৃতীয় লিঙ্গ ভোটার ৩৬০ জন। নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশ নেন সিইসি। সেখানে তিনি বলেন, কেন্দ্রে  ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক কারণ থাকতে পারে। ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয়।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরণের আয়োজন করে থাকে। নির্বাচনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব ইসি ভালোভাবে পালন করে বলে দাবি করেন তিনি।

এছাড়া ঢাকা-১০ আসনে নির্দিষ্ট ২১টি স্থানে পোস্টার টানানোর বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় ধন্যবাদ জানান সিইসি। একইসঙ্গে মাইকের ব্যবহার সীমিত ও প্রচারণার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর