তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়া


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ০৪:১৮ পিএম
তিন মামলায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়া

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়াসহ চারজনকে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার দুইজন পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার বিকেলে তার এই রিমান্ড মঞ্জুর করেন। মামলা তিনটির মধ্যে শেরেবাংলা নগর থানায় দুটি ও বিমান বন্দর থানায় একটি।

অপর আসামিরা  হলেন— পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

এর আগে বিমানবন্দর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মো.কায়কোবাদ কাজী আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিস সওদাগর অ্যানী, মশিউর রহমান চৌধুরী মানিকসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 

অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডে দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বিমানবন্দর থানা ও শেরেবাংলা নগর থানায় দায়ের করা পৃথক পৃথক তিন মামলায় একেকটিতে পাঁচ দিন করে প্রত্যেকের ১৫ দিন রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর