দুই বাসের প্রতিযোগিতায় ঝরে গেল তাজা প্রাণ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৫:১৮ পিএম
দুই বাসের প্রতিযোগিতায় ঝরে গেল তাজা প্রাণ

রাজধানীর যাত্রাবাড়ীতে আসিয়ান সিটি ও তুরাগ পরিবহনের দুই বাসের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ওমর ফারুক ফয়সাল (২৮)।

মঙ্গলবার যাত্রাবাড়ী-সায়দাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফয়সাল একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।দুর্ঘটনার পর দুই বাসের চালককে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে বাস দুটিও জব্দ করা হয়েছে। 

জানা গেছে, দুই বাস গতি প্রতিযোগিতায় নামলে একপর্যায়ে আসিয়ান বাসটি ফয়সালের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে ফয়সাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তুরাগ বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ নওয়াজিশ জানান, যাত্রাবাড়ী-সায়দাবাদ সড়কে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন ফয়সাল। ওই সময় একই সড়কে আসিয়ান সিটির একটি স্টাফ বাস ও তুরাগ পরিবহনের একটি বাস গতি প্রতিযোগিতায় নামে। ফয়সাল মোটরসাইকেল নিয়ে সড়কে কামাল টিম্বার্স নামের একটি করাত কলের সামনে পৌঁছালে আসিয়ান সিটি পরিবহনের বাসটি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে পড়ে যান ফয়সাল। এসময় তুরাগ পরিবহনের বাসটি তাকে চাপা দেয়।

ফয়সালের মামা আবু নোমান চৌধুরী জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে। পরিবার নিয়ে উত্তর কুতুবখালী মসজিদ রোড এলাকায় থাকতেন ফয়সাল। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর