সীমাকে ধর্ষণ ও হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৪:৪৭ পিএম
সীমাকে ধর্ষণ ও হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতিনাথ সীমাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর ১০ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন লক্ষ্মীপুরের আদালত। সেসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। 

সেই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের আপিলের প্রেক্ষিতে ৮ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।  

মামলার বিবরণে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদহিতা গ্রামের কৃষ্ণ লাল দেবনাথের বাসায় ২০১২ সালের ১৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা কৃষ্ণ লালের স্কুলপড়ুয়া নাতনি স্মৃতি নাথ সীমাকে একটি কক্ষে নিয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা সীমাকে আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে রাত ৪টা ১৫ মিনিটে সে মারা যায়। সীমা প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

এ ঘটনায় পরদিন সীমার দাদা কৃষ্ণ লাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর