ভোটকক্ষ থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না: ইসি সচিব


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৭:১৬ পিএম
ভোটকক্ষ থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না: ইসি সচিব

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সম্মেলন কক্ষে ইসি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহায়তা কামনা করেন ইসি সচিব। এ সময় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচনি কর্মকর্তা‌দের বাড়াবাড়ির অভিযোগ করেন সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে ইসি সচিব মো. আলমগীর বলেন, আচরণবিধিতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের সেসব ক্ষমতা দেয়া হয়েছে সেগুলো অবশ্যই কর্মকর্তা‌দের অনুসরণ করতে হয়। সাংবাদিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনী যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী ভোটকক্ষের ছবি নেয়া যাবে। তবে সেখান থেকে সরাসরি সংবাদ সম্প্রচার করা যাবে না।

৩০ জানুয়ারি রাত ১২ টা থেকে ২ ফেব্রুয়ারি ভোর ৬ পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে সাংবাদিকরা কমিশনের স্টিকার ও নির্বাচনি কার্ডসহ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর