তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৫:২৩ পিএম
তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। 

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক।

রিটে তাবিথ আউয়ালের বিরুদ্ধে নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 

এর আগে একই অভিযোগে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন সাবেক বিচারপতি সামসুদ্দীন চৌধুরী মানিক। 

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাত করে তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে সামসুদ্দীন চৌধুরী মানিক

পরে সাংবাদিকদের সুপ্রিম কোর্টের সাবেক এ বিচারপতি বলেন, সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাদের একজন তাবিথ আউয়াল, অন্য দুজন তার সহযোগী। তিনজন মিলে এই কোম্পানির সকল শেয়ারের মালিক।

কোম্পানিটির মূল্য দেখিয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের উপরে। এটা বিশ্বের যে কোনো দেশের টাকার অর্থেই বেশ বড়। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। এ কারণে তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর