পদ্মা সেতুতে বসল ২২তম স্প্যান, দৃশ্যমান ৩৩০০ মিটার


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ১১:১৩ এএম
পদ্মা সেতুতে বসল ২২তম স্প্যান, দৃশ্যমান ৩৩০০ মিটার

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২২তম স্প্যান বসানো হয়েছে। বৃহস্পতিবার সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বাসানো হয়। এতে করে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে বসে পদ্মা সেতুর প্রথম স্প্যান। পরে দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিল ২৫ জানুয়ারি। কিন্তু এদিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে দুদিন আগে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। তবে ওইদিন চায়নিজ নিউ ইয়ার থাকায় তারিখ দুদিন এগিয়ে আনা হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসানোয় ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

৬ দশমিক ১৬ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিলার। এর মধ্যে ৩৬টি পিলারের শেষ হয়েছে। আর সেতুতে বসবে ৪১টি স্প্যান। যার ২১টি বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর