হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ অপসারণ শুরু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৩:৪৫ পিএম
হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ অপসারণ শুরু

রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা ‘বিষফোঁড়া’ খ্যাত বিজিএমইএ ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার সকালে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপূর্তমন্ত্রী।

মন্ত্রী বলেন, 'আমরা হাতিরঝিল প্রকল্পের বিষফোঁড়া খ্যাত বিজিএমইএ ভবন অত্যাধুনিক ডিভাইস দিয়ে ভাঙার পরিকল্পনা করেছিলাম। ভবন ভাঙতে প্রথমবারের মতো ডিনামাইটের ব্যবহারের চিন্তা ছিল আমাদের। তবে পরিবেশের কথা আর এ ভবনের পাশে গড়ে ওঠা পাঁচতারকা হোটেলের বিষয়টি মাথায় নিয়ে ডিনামাইট ব্যবহারের চিন্তা থেকে সরে এসেছি। এখন পরিবেশের বিষয়টি মাথায় রেখে সনাতন পদ্ধতিতে (শাবল-হাঁতুড়ি) দিয়ে ভবন ভাঙার কাজটি পরিচালিত হবে। এতে আমরা এ ভবন ভাঙার কাজ যে প্রতিষ্ঠানকে (ফোরস্টার এন্টারপ্রাইজ) দিয়েছি তাদেরকে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। আমাদের দুটি টিম তাদের কাজ দেখভাল করবে, প্রতিটি দিনে তারা থাকবে। ছয় মাসের মধ্যেই তাদের কাজ শেষ করতে হবে।'

রেজাউল করিম বলেন, 'হাতিরঝিল প্রকল্পের মধ্যে শুধু বিজিএমইএ ভবন নয়, যত অবৈধ স্থাপনা আছে সবগুলো অপসারণ করা হবে। আমরা চাই হাতিরঝিলে পানির গতি বৃদ্ধি পাক, সুন্দর ঢাকা গড়ে উঠুক।'

বুধবার ভাঙার কাজ শুরু হলেও আগামী সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ফোরস্টার এন্টারপ্রাইজের পরিচালক নসরুল্লাহ খান রাশেদ। ভবন ভাঙতে ব্যবহার করা হবে বুলডোজার, এক্সেভেটর, শাবল ইত্যাদি।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর