তাবিথের প্রচারণায় হামলা: মামলা না নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১১:০৭ এএম
তাবিথের প্রচারণায় হামলা: মামলা না নেওয়ার অভিযোগ

রাজধানীর গাবতলীর আনন্দনগর এলাকায় ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সোয়া ১১টার দিকে আনন্দনগর তেলের মিল এলাকায় গণসংযোগ করছিলেন বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল। হঠাৎ করে পিছন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় একটি ইট তাবিথের শরীরে এসে পড়লে তিনি আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন প্রচারকর্মীও আহত হন।

এ ঘটনায় রাজধানীর দারুস সালাম থানা মামলা করতে গেলেও তা গ্রহণ করেনি বলে অভিযোগ এই প্রার্থীর।বুধবার তাবিথের আউয়ালের মিডিয়া সম্বয়কারী মাহমুদ হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

মাহমুদ হাসান জানান, গতকাল রাতে আমজাদ হোসেন শাহাদাত এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় গেলে তা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ জানানো হবে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, এ ঘটনার পরে তাবিথ আউয়ালের পক্ষ থেকে এক ব্যক্তি একটি অভিযোগপত্র নিয়ে এসেছেন। কিন্তু তারা নির্বাচন কমিশনে যে অভিযোগ করেছেন তাতে অনেক অসামঞ্জস্য রয়েছে। এ কারণে অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর