থানা হেফাজতে নিহত আবু বক্করের গলায়-মাথায় আঘাতের চিহ্ন


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০৭:২১ পিএম
থানা হেফাজতে নিহত আবু বক্করের গলায়-মাথায় আঘাতের চিহ্ন

থানা হেফাজতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের (৪৫) মৃত্যুর ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজমের ফাঁসির দাবি করেছেন নিহতের সহকর্মীরা।

সোমবার সকাল থেকে সড়ক অবরোধ করে ওসির ফাঁসির দাবিতে বিএফডিসির সামনে বিক্ষোভ করেন সব শ্রেণির কর্মচারীরা।

এদিকে থানা হেফাজতে নিহত সিদ্দিকের পায়ে, গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

সোমবার বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

ডা. সোহেল মাহমুদ বলেন, তার (আবু বক্কর) গলায় একটি আঘাতের কালো দাগ পাওয়া গেছে। গলা থেকে টিস্যু নিয়ে আমরা পর্যালোচনা করবো যে আসলে সেটা ফাঁসের দাগ কি না। পাশাপাশি নিহতের মাথায় এবং পায়ে আঘাতের চিহ্ন পেয়েছি। সবগুলো মিলিয়েই আমরা পর্যালোচনা করবো আসলে তার মৃত্যু কীভাবে হয়েছে। আমরা তার ভিসেরাও সংগ্রহ করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়নাতদন্তের সবগুলো রিপোর্ট হাতে আসতে দেড় থেকে দুই মাস সময় লাগবে।       

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর