পদ্মা সেতুতে বসালো ১৮তম স্প্যান, দৃশ্যমান ২৭০০ মিটার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:০৫ পিএম
পদ্মা সেতুতে বসালো ১৮তম স্প্যান, দৃশ্যমান ২৭০০ মিটার

পদ্মা সেতুতে বসালো ১৮তম স্প্যান ‘৩-ই’। বুধবার বেলা একটার দিকে সেতুর মাওয়া প্রান্তের ১৭ ও ১৮ পিয়ারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ১৮তম স্প্যানটি বসানো হয়। এর ফলে স্বপ্নের পদ্মা সেতুর ২৭শ মিটার দৃশ্যমান হলো।

প্রকৌশলী সূত্রে জানা যায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ইতিমধ্যে ৪১০টি রেলস্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে।

পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ১৭টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে। এছাড়া আরেকটি স্প্যান অস্থায়ীভাবে বসানো হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হলো ১৮টি স্প্যান। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর