মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানের মৃত্যুদণ্ড


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ১২:১০ পিএম
মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানের মৃত্যুদণ্ড

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার রাজাকার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।

আদালতে উপস্থিত ছিলেন চীফ প্রসিকিটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

গত ১৭ অক্টোবর এই মামলায় উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখা হয়েছিল। মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।

গত বছরের ২৭ মার্চ তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। একই বছরের ৮ আগস্ট মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধ চলাকালে রাজশাহীর বোয়ালীয়ায় ১০ জনকে হত্যা, দুইজনকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন, ১২ থেকে ১৩টি বাড়ির মালামাল লুট করে আগুন দেওয়া জন্য দুটি অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর