আত্মসমর্পণ করতে যাচ্ছেন অস্ত্র তৈরির কারিগররা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৪:৩৭ পিএম
আত্মসমর্পণ করতে যাচ্ছেন অস্ত্র তৈরির কারিগররা

অস্ত্রসহ কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণের প্রস্তুতি নিয়েছেন প্রায় শতাধিক সন্ত্রাসী। এদের মধ্যে রয়েছেন অবৈধ অস্ত্র তৈরির কারিগর, সন্ত্রাসী জলদস্যু, ডাকাত সদস্যরা।

এসব সন্ত্রাসীরা শতাধিক অস্ত্র, প্রায় দুই হাজার গুলি ও অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামসহ আত্মসমর্পণ করবেন। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের ব্যবস্থাপনায় মহেশখালীর কালারমারছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে এসব সন্ত্রাসীদের আত্মসমর্পণ করার কথা রয়েছে। 

আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়া সন্ত্রাসীদের ইতোমধ্যে পুলিশের সেফহোমে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, এর আগে বিভিন্ন সময়ে জলদস্যু, সন্ত্রাসী, চিহ্নিত ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেন। তবে মহেশখালীতে চিহ্নিত অবৈধ অস্ত্র তৈরির কারিগর আত্মসমর্পণের ঘটনা এটাই প্রথম।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর