ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ১২:৩৪ পিএম
ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল করেছেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করবে বলে জানিয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ৭ নভেম্বর রুলের শুনানি শেষে রায় অপেক্ষমাণ রেখেছিলেন আদালত।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

খুরশীদ আলম খান জানান, মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট মামলাটি বাতিলের রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

২০১৫ সালের ১৩ এপ্রিল অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন-আবদুস সালামের সালামের ভাই আফতাবুল আলম এবং ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে আবদুস সালাম প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর