পদ্মা সেতুর ২.৪ কিলোমিটার দৃশ্যমান


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০২:৩১ পিএম
পদ্মা সেতুর ২.৪ কিলোমিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর স্প্যান ৩ ডি বসানো হয়।মঙ্গলবার দুপুরে ১টার দিকে এ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর ২৪০০ মিটার তথা ২ দশমিক ৪ কিলোমিটার দৃশ্যমান হল।

এর আগে এদিন সকাল ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যে এবং ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে বহন করে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান ক্রেন সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এরপর শুরু হয় পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, ৩-ডি স্প্যানকে অনেক আগেই পিলারের ওপর বসানোর উপযোগী করা হয়েছে। সকাল ১০টার দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এই স্প্যানটিকে বহন করে নিয়ে আশা হয়। পরে দুপুর ১টার দিকে ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর বসানো হয়।

চলতি বছরের মধ্যে সেতুর ১৯, ২০, ২১, ২২, ২৩ নম্বর পিলারের ওপর চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ চলিত বছরের ২২ অক্টোবর জাজিরা প্রান্তে ২৩ ও ২৪ নম্বর পিলারের উপর বসানো হয় ১৫তম স্প্যান '৪-ই'।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর