হলি আর্টিজান মামলার রায় ২৭ নভেম্বর


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৫:০০ পিএম
হলি আর্টিজান মামলার রায় ২৭ নভেম্বর

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলার রায়ের জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান যুক্তিতর্ক গ্রহণ শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

যুক্তিতর্ক গ্রহণের সময় আসামিদের আদালতে হাজির করা হয়। যুক্তিতর্ক গ্রহণের আগে এ মামলায় ১১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন।

পরদিন সকালে যৌথ বাহিনী ঘটনাস্থলে কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়।

২০১৬ সালের ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর