বেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে ২০ কেজি স্বর্ণ চুরি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৭:৫৬ পিএম
বেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে ২০ কেজি স্বর্ণ চুরি

বেনাপোল কাস্টম হাউসের নিরাপদ গোপনীয় ভল্ট ভেঙে ২০ কেজি স্বর্ণ চুরি করেছে দুর্বৃত্তরা। তবে ডলার ও টাকা-পয়সা খোয়া যায়নি। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বেনাপোল পোর্ট থানায় কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে।

লুটের রহস্য উদ্‌ঘাটনে পোর্ট থানাসহ র‌্যাব, ডিবি, সিআইডি এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ সম্পন্ন করেছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী সাংবাদিকদের বলেন, লুট হওয়া স্বর্ণের বাজার মূল্য ১০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্র, শনি ও রোববার ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি থাকায় কেউ অফিসে ছিলেন না। সোমবার সকালে অফিস খুললে স্বর্ণ লুটের বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় কাস্টমসের যুগ্ম-কমিশনার শহিদুল ইসলামকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

সেইসঙ্গে ভল্ট ইনচার্জ শাহাবুল সর্দারসহ পাঁচজনকে বরখাস্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর