সাগর থেকে এখনও ফেরেনি ভোলার শতাধিক জেলে


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৯:০৪ পিএম
সাগর থেকে এখনও ফেরেনি ভোলার শতাধিক জেলে

ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার সাগরদ্বীপে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার রাত পৌনে ৮টার দিকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। আপাতত সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান।

ধারণা করা হচ্ছে শনিবার মধ্যরাতের যে কোনো সময় এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকবে।এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।শেষ মুহুর্তে কিছুটা দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গে আঘাত হানায় শক্তি কিছুটা কমে বাংলাদেশে প্রবেশ করবে। 

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়ো হাওয়া বইছে।এরমধ্যে ঢালচরের শতাধিক জেলে দুই দিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে এখনো ফিরে না আসায় পরিবারের মাঝে হতাশা বিরাজ করছে।

ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, গত বৃহস্পতিবার ঢালচর থেকে দুই শতাধিক জেলে সাগরে মাছ শিকারে যায়। এর মধ্যে অনেকে ফিরে আসলেও এখনো শতাধিক জেলে ফিরে আসেনি। তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছে না।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর