বাদলের জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ১০:৩৯ এএম
বাদলের জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাসদ এমপি মঈন উদ্দীন খান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অর্নার প্রদান করা হয়। জানাজা শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

শনিবার সকাল ১০টার কিছু আগে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরের নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শনিবার রাতে তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়।  

বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। মৃত্যুতকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে বাদলের। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন বাদল। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
 
গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর