ওমর ফারুক- মোল্লা কাউসারসহ ৬ জনের ব্যাংক হিসাব জব্দ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:০৮ পিএম
ওমর ফারুক- মোল্লা কাউসারসহ ৬ জনের ব্যাংক হিসাব জব্দ

সদ্য অব্যাহতি পাওয়া যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেইসঙ্গে যুবলীগ এবং সেচ্ছাসেবক লীগের আরো কয়েকজন নেতার ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দিয়েছে এনবিআর-এর সিআইসি সেল। 

অন্য নেতারা হলেন-সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার, যুবলীগের কে এম মাসুদুর রহমান, কাজী অনিসুর রহমান, গ্রেফতার হওয়া ওয়ার্ড কমিশনার তারেকুজ্জামান রাজীব এবং হাবিবুর রহমান মিজান। 

সোমবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে এনবিআর এই নির্দেশ দিয়েছে। সরকারের রাজস্ব গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে পাঠানো চিঠিতে ব্যাংকগুলোকে আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করে এ সংক্রান্ত একটি পরিচালন প্রতিবেদন (হিসাবসমূহের সর্বশেষ স্থিতি উল্লেখসহ) জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। 

এর আগে গত ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর সমস্ত ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। 

ক্যাসিনো ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের শুরুতে জনসম্মুখে বিতর্কিত বক্তব্যের পর অনেকটা আড়ালে রয়েছেন তিনি। বিপুল অর্থের বিনিময়ে কমিটি দেয়া, চাঁদাবাজির টাকার ভাগ ওমর ফারুক পকেটে পুরেছেন এমন খবর রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগের শীর্ষ নেতাদের বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সেইসঙ্গে যুবলীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে। আর সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে করা হয়েছে সদস্য সচিব।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর