ক্যাসিনো বিরোধী অভিযানে ডিএনসিসি কাউন্সিলর রাজীব আটক


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ১১:২৭ পিএম
ক্যাসিনো বিরোধী অভিযানে ডিএনসিসি কাউন্সিলর রাজীব আটক

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবকে আটক করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান শুরু করে র‌্যাব-১।

র‌্যাব-১ এর এসপি কামরুজ্জামান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নং বাসা পুরো ঘিরে রাখা হয়েছে। অভিযানে ভেতরের কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আর বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এ বাড়িতে ক্যাসিনো ও জুয়া আসর চলছে। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হচ্ছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর