খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০৬:২৭ পিএম
খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই

খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই।  শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন জানান, এদিন দুপুরে নিজের বাসার বাথরুমের ভেতর থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান শিল্পী। অনেকক্ষণ পর তাকে অচেতন অবস্থায় বের করে আনা হয়। ইস্কাটনের বাসা থেকে তৎক্ষনাত তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানা গেছে।

ইউরোপীয় আধুনিক ঘরানার শিল্পী কালিদাস কর্মকার ১৯৪৬ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে ১৯৬৩-৬৪ সালে চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন তিনি। বড় ক্যানভাস ও ডিটেইল কাজের জন্য সমকালীন শিল্পীদের মধ্যে বিশেষ আলোচিত ছিলেন তিনি।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর