জি কে শামীমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা: র‌্যাব


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৬:৩৭ পিএম
জি কে শামীমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা: র‌্যাব

কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরের পর ৭ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়। 

জি কে শামীম কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদক। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত তিনি। তার কার্যালয় থেকে এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকা এফডিআরের নথি, অস্ত্র এবং মাদক উদ্ধার করে। এই ঘটনায় শামীমসহ আটজনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

এদিকে জিকে শামীমের কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় মানিলন্ডারিং আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব। 

অভিযান শেষে র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি জি কে শামীমের কাছে কিছু অর্থ ও অস্ত্র রয়েছে। এছাড়া তিনি চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ব্যস্ত ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা তার বাসায় ঘেরাও করি। এ সময় তার সাতজন বডি গার্ডকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে সাতটি শর্টগান জব্দ করা হয়। বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। পরে তথ্য নিয়ে আমরা তার অফিসে অভিযান পরিচালনা করি।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। যার পরিমাণ এক কোটি ৮০ টাকার মতো। ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। যার মধ্যে ১৪০ কোটি টাকার এফডিআর তার মায়ের নামে আর বাকিগুলো তার নামে। কিছু মাদক পেয়েছি এবং একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। শামীমসহ আটজনকে আমরা গ্রেফতার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘উনি যদি এসব অভিযোগকে আদালতে মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে ছাড়া পাবেন। আর যদি উনার ওপর আনীত অভিযোগগুলো সত্য হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে পরে আর বিস্তারিত জানানো হবে।’

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর