যুবলীগ নেতা জি কে শামীম আটক, অবৈধ অস্ত্রসহ কোটি কোটি টাকা জব্দ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০২:৫৭ পিএম
যুবলীগ নেতা জি কে শামীম আটক, অবৈধ অস্ত্রসহ কোটি কোটি টাকা জব্দ

কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরের পর ৭ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়। 

জি কে শামীম কেন্দ্রীয় যুবলীগের সমবায় সম্পাদক। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত তিনি। 

দুপুরে র‌্যাব তার নিকেতনের কার্যালয় ঘিরে রাখে। তার কার্যালয় থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গুলি ও মাদকসহ নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। সেইসঙ্গে কার্যালয় থেকে আরো অন্তত ১৬৫ কোটি টাকর এফডিআর এবং ১০০ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে।

জি কে শামীমের অফিসে অভিযান

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক। 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। 

দেহরক্ষীদের সঙ্গে জি কে শামীম

জি কে শামীম একসময় বিএনপি নেতা মির্জা আব্বাসের ক্যাডার ছিলেন। ওয়ার্ড যুবদলের মাধ্যমেই তার রাজনীতি শুরু। পরবর্তী সময়ে বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় এবং তাদের সহযোগিতায় ধীরে ধীরে গণপূর্ত ভবনের ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নেন তিনি। ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদকের পদও বাগিয়ে নেন। বিএনপি আমলে গণপূর্ত ভবন ছিল তার দখলে। 

ক্ষমতার পালাবদলে শামীমও বদলে গিয়ে এখন কেন্দ্রীয় যুবলীগ নেতা। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর