ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়ার নিয়োগ কার্যকারিতা স্থগিত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৩:৩০ পিএম
ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়ার নিয়োগ কার্যকারিতা স্থগিত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পরদিনই ফওজিয়া রেজওয়ানের নিয়োগের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের প্রতি মৌখিকভাবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত নিয়োগের কার্যকারিতা স্থগিত রাখতে বলেন। 

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শুনানিতে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ১৯৭৯ সালের শিক্ষক সার্ভিস রেগুলেশন অনুসারে অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত। ২০০৯ সালের রেগুলেশন অনুসারে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে পরিচালনা পর্ষদ। ২০০৫ সালের এনটিসিআর নীতিমালা অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা থাকলেও অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা দেওয়া হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকার অবৈধভাবে তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

জবাবে রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, আইন অনুসারে নিয়োগ হয়েছে। বিস্তারিত আইনগত ব্যাখ্যা তুলে ধরতে তিনি সময় চাইলে আদালত মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে সবুজবাগ সরকারী মহাবিদ্যালয়ের ফওজিয়া রেজওয়ানকে নিয়োগ দেয় সরকার। ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর