আরো ঝরতে পারে বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৯:৩৯ এএম
আরো ঝরতে পারে বৃষ্টি

আগামী দুয়েকদিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেপ্টেম্বরের বাকি সময়টা আবহাওয়া স্বাভাবিক থাকবে। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গপোসাগরে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ১ সেপ্টেম্বর বিশেষজ্ঞ কমিটি বৈঠকে আগস্ট মাসে সংঘটিত আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে এ পূর্বাভাস প্রতিবেদন তৈরি করা হয়।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ উমর ফারুক জানায়, আগামী দুয়েকদিন দেশের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে মৌসুমি আবহওয়াজনিত ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে দেশের প্রধান প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর