নুসরাত হত্যাকাণ্ড: মাদ্রাসা কমিটির অবহেলা পায়নি তদন্ত কমিটি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১২:৩৭ পিএম
নুসরাত হত্যাকাণ্ড: মাদ্রাসা কমিটির অবহেলা পায়নি তদন্ত কমিটি

আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী মাদ্রাসা কমিটির তৎকালীন সভাপতি এনামুল করিমের দায়িত্বে কোনো অবহেলা পায়নি তদন্ত কমিটি।

সোমবার সকালে হাইকোর্টে এমন প্রতিবেদন দাখিল করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত)।

নুসরাত হত্যায় মাদ্রাসা কমিটির কোন গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হাইকোর্টেরে নির্দেশে গঠন করা হয় তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল যৌন হয়রানির প্রতিবাদ করায় মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে পরীক্ষা হলের ছাদে নিয়ে আগুন লাগিয়ে দেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দোলার সহযোগীরা। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর