বিয়ের কাবিননামায় কুমারী শব্দ আর থাকছে না


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০২:৫৫ পিএম
বিয়ের কাবিননামায় কুমারী শব্দ আর থাকছে না

বিয়ের কাবিননামার ফর্মে ৫ নম্বর কলামে কনে কুমারী কি না এই শব্দ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কুমারী শব্দের স্থলে অবিবাহিত লিখতে বলেছেন আদালত।

সেইসাথে কাবিননামার ফর্মে ৪ এর (ক) উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা লিপিবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রোববার দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।

 আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা। সম্পূরক আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।

 রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর