উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৫:৫৭ পিএম
উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

শুক্রবার বঙ্গভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের সুমহান ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্য অব্যাহত রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে তা কাজে লাগানোর জন্য আমি দেশের সব ধর্মাবলম্বীর প্রতি আহ্বান জানাই।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর