সেনাবাহিনীর গাড়িতে হামলা, পাল্টা গুলিতে সন্ত্রাসীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৪:১১ পিএম
সেনাবাহিনীর গাড়িতে হামলা, পাল্টা গুলিতে সন্ত্রাসীর মৃত্যু

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসীদের গুলি বর্ষণের পর সেনা সদস্যদের পাল্টা গুলিতে সুমন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন চাকমা বাঘাইহাট-সাজেক এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইউপিডিএফ (প্রসীত খীসা) পক্ষের সদস্য। তিনি নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম আসামি।

এ তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিউল্লাহ জানায়, বেলা পৌনে ১১টার দিকে বাঘাইহাট জোনের সেনা টহল দলের একটি পিকআপে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সুমন চাকমা নিহত হন। পরে সুমনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর টহল জোরদার করে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত হন। আহত হন আরো দুজন।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর