একাদশ সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর 


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৫:২৯ পিএম
একাদশ সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর 

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর থেকে। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর